“অবিমিশ্র অনুভবের মিশ্র সংস্করণ” – কাজী আতীকের কবিতা

0
701

অবিমিশ্র অনুভবের মিশ্র সংস্করণ/
কাজী আতীক

একটা কেবল সংকেত পাবার অপেক্ষা, অতঃপর-
উন্মোচিত হবে অবিমিশ্র অনুভবের এক মিশ্র সংস্করণ,
হয়তো তারপর দানা বাঁধবে কিছু আক্ষরিক বিভ্রাট,

একটা কেবল সংকেত পাবার অপেক্ষা, অতঃপর
অবারিত মাঠ- সর্ষে কিংবা ধানী হলুদে ছাওয়া, অথবা
ঝুল বারান্দার ঝুলে ফালি ফালি রোদের আলপনা,

পৃথিবী গোলাকার- কাটছে সময়
এক ভাগ ভূমি দুই ভাগ জল- কাটছে সময়
কখনো উষ্ণ কখনো শীতল- কাটছে সময়
কখনো শুষ্ক কখনো আর্দ্র- কাটছে সময়-

কাটছে সময়- নিঃশব্দ প্রহর
শব্দহীন দোলার ঘড়ির কাটা,
নেই সেই টিক টক ভুতুড়ে শব্দটাও, তাই-
এক নিরঙ্কুশ নিস্তব্ধ নীরবতা বিবৃত,

যাহোক- একটা কেবল সংকেত পাবার অপেক্ষা,
তাই- উচ্চকিত কর্ণকুহর,
উৎসুক হৃদয়- উদ্বেলিত
শূন্য দৃষ্টি ব্যাকুল চোখে অস্বস্তি দানা বাঁধে হরিষে বিষাদে,

একটা সংকেত পাবার অপেক্ষা কেবল, অতঃপর
অবমুক্তি ঘোষিত হবে সংযোজিত বিস্ময় স্মারকে।

(নিউ ইয়র্ক, ২৩ ফেব্রুয়ারি ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“স্মৃতিময় ২১ ফেব্রুয়ারি” – অরুণ চক্রবর্তী
পরবর্তী নিবন্ধ“না বলেই” ‘কবি শাহিনা রঞ্জু‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে