নাটোরের অবিংসবাদিত নেতা, আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারী মরহুম জননেতা এড. হানিফ আলী শেখ এর আজ মৃত্যুবার্ষিকী । ২০১১ ইং সালের রমযান মাসের ১১ রোজার আজকের এই দিনে তিনি অকাল মৃত্যুবরণ করেন। নাটোরকন্ঠ পারিবার স্বশ্রদ্ধ চিত্তে তার আত্মার শান্তি কামনা করছে। কবি অসিত কর্মকার তার কথা লিখতে গিয়ে বলেছেন ——
বিনম্র শ্রদ্ধা হে বৃষস্কন্ধ || কর্মকার
সমস্ত ভক্তরাই যখন হতাশ ,ছোট- বড়- মাঝারি
সমস্ত নেতারাই যখন থরহরি কম্প,ঠিক তখনই
রাজাকার দর্শনে বিশ্বাসীদের বিপরীতে,নাটোরে-
আবির্ভূত হয় আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শেরই
বীর-সেনা খ্যাত , সর্বপ্রাণের বহুল আকাঙ্ক্ষীত হানীফআলী শেখ নামের এক বৃষস্কন্ধ যুবকের।
হয়তো বয়সের দিক থেকে যৎসামান্য বড়,তবুও
রাজনৈতিক প্রজ্ঞায় ডাঁসাডাঁসা রাজনীতিবিদকে
টপকে দখল করে নেয় বিদ্ধস্ত আওয়ামীলীগের
হারিয়ে যাওয়া সম্মান , আজ সেই বীর সেনারই একাদশতম মৃত্যুবার্ষিকী । ঈশ্বর তাঁকে স্বর্গবাসী-
করুক,এটাই প্রার্থনা।”ন হন্যতে হন্যমানে শরীরে।”