” আপন -পর” সৈয়দ আনোয়ার সাদাৎ
পর কখনও হয় না আপন
আপন হয় না পর,
মাঝ খানে যে ঝগড়া-পীরিত
স্বার্থের খেলাঘর।
স্বার্থে লাগলে আপন হয় পর
তবু রক্তের থাকে টান,
পর মানুষ যতই ঘেঁষুক কাছে
ছিড়বে নিশ্চয় প্রাণ।
পর কখনও হয় না আপন
আপন হয় না পর,
পর মেয়ে যদিও আপন,
শুধু বরের বাধে ঘর।
লাগলে ফ্যাসাদ স্বার্থ নিয়ে
প্রিয়ও সে হয় কসাই,
আপন মানুষ ক্ষোভ পড়িলে
দুঃখে ছুটে যায়।
ব্যথার ভাগি হয় যে আপন,
পর ধ্বংস দেখে হাসে
সুযোগ পেলে কলজে কাটে
আগুন দেয় বিশ্বাসে।
Advertisement