“কবিজীবন”- সুবীর সরকারের কবিতা

0
600
সুবির

কবিজীবন
সুবীর সরকার

পৃথিবীর সমস্ত দলবদ্ধ নাচের দিকে ছুটে যেতে
চেয়েছি আমি
কবিতা আসলে হীরকবন্দরের পাখি
মৃত্যুর আগে আমি শুধু প্যাঁচার চোখে চোখ
রাখতে চাই
রুলটানা কাগজ হওয়ায় উড়ে গেলে অভিশাপ
নেমে আসে
অভিমান ও অপমানে ভরা আস্ত এক জীবন
ভাঙা পিয়ানোর সামনে তুমি দাঁড়িয়ে থাকলে
আমার কান্না পায়
পানের বরোজ থেকে জর্দার গন্ধ ভেসে আসে
বস্তি থেকে বসতি সরে গেলে খরাবন্যার গান
লিখি
অবসরের আগে আবার টেস্ট ম্যাচ
রেডি হয়েই বসে পড়ি রেডিও শুনতে

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপৃথিবীর মানুষ নামক ক্যান্সার – অমিতকুমার বিশ্বাস
পরবর্তী নিবন্ধমৃত্যুপুরী/ আসাদ জামানের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে