“কৈবর্তের ছাওয়াল” কবি এম আসলাম লিটন‘এর কবিতা

0
627
www.natorekantho.com

“কৈবর্তের ছাওয়াল”

কবি এম আসলাম লিটন

.
জীবন যে বেঁধেছে জলে, তারেই জলের ভয় দেখাও?
কৈবর্তের ছাওয়াল আমি, কৈবর্তের পুতি
জলের নড়নচড়ন দেখেই বলে দিতে পারি
কোন মাছ খেলা করে কোন সে ছলে
জলের অতলে;
কোন গর্তে গড়ে ওঠে সাপের নিবাস
কোন সে সেয়ানা মাছ কাদায় লুকায়
কোন মাছ সুযোগে মারে ল্যাঞ্জার ঘাঁই!

আমি কৈবর্তের ছাওয়াল, কৃষকের নাতি
কত শীত-গ্রীষ্ম, কত বরষার মুশল ধারায়
পাছার ফাঁকে এক চিলতে নেঙটি পরেই
কাটিয়ে দিই সারাটা জনম;
আন্ধার ভোরে হাতড়ে হাতড়ে
আন্দাজে ধরে ফেলি রাঘববোয়াল!
কৈবর্তের দেশে জন্ম আমার; এ মাটির আঁশ বুঝি
কাদা-জলে কাদাকেলি ফসলের জো বুঝি
আমারে তুমি ভাতে মারতে চাও?
পানিতে মারতে চাও?

বড়ই আবাল গো তোমরা বড়ই বোকা
বৃক্ষের ডাল কিনা শেকড়েরে দেখায় ডর
কৈবর্তের পুতি আমি কৃষকের নাতি
বলি রাখি তবে, একবার গোঁ যদি ধরি
ভাতে মরবে, পানিতে মরবে
বির্বণ হবে তোমরা বর্ণের জাত!

শুধু একবার গোঁ ধরুক
জল-কাদামাটিতে ফসলের জো ধরুক!
আরেকবার!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“বৃদ্ধ” কবি সুপ্তি জামান’এর কবিতা
পরবর্তী নিবন্ধ“প্রস্ত্তুত হও” কবি দেবাশিস সরকার‘ এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে