ক্ষমো হে আমায় -কবি বেণুবর্ণা অধিকারী‘এর কবিতা

0
636
BenuBorna Adhikary

ক্ষমো হে আমায়

কবি বেণুবর্ণা অধিকারী

আজ যদি মৃত্যু হয়
কাল তবে বেজে উঠুক ঘন্টাধ্বনি
আমি আলতাদীঘি থেকে লালপদ্মফুলে সাজাবো মৃত্যুবাসর
লাউয়াছড়া বনের দীর্ঘগাছের সাথে ওৎপ্রোত মিশে থাকা আমি
আরো কিছুক্ষণ চাইবো ক্ষমা প্রার্থনা
নির্বিচারে বৃক্ষ ও প্রানীধ্বংসের অনুতাপে
কখনো ভাবিনি
আমি যা সৃষ্টি করিনি
তা নষ্ট করার অধিকার আমার নেই
আমি ক্রমান্বয়ে দখল করেছি
নদী পাহাড় সমুদ্র
আজ আমরা কাঁদছি
আমাদের এই অকালমৃত্যুতে
প্রকৃতি আজ বিমূঢ়

Advertisement
উৎসBenuBorna Adhikary
পূর্ববর্তী নিবন্ধপ্রেমের প্রকাশ -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধপ্রসঙ্গ করোনা -কবি আসাদজামান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে