নাটোর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে কবি গুরুর চরণে শ্রদ্ধাঞ্জলি

0
603
Mahabub Khandakar

নাটোর কন্ঠ : অজ ২৫ শে বৈশাখ শুক্রবার বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম শুভ জন্মদিন।
বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের মূল নায়ক, যার লেখা, দর্শন, চিন্তা, চেতনা তথা বহুমাত্রিক আলোকচ্ছটার ঔজ্জ্বল্যে ও মহিমায় বাঙালি জাতিসত্তা হয়েছে মহিমান্বিত ও গৌরবান্বিত, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৫৯ বছর আগে ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।

মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে ব্যতিক্রমী এই রবির কিরণে উজ্জ্বল হওয়া দিনটি পালনের জন্য কবির এই জন্মবার্ষিকীর দিবসে উৎসারিত আবেগ ও শ্রদ্ধা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তার গীতাঞ্জলি গ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। কবির গান-কবিতা, বাণী এই অঞ্চলের মানুষের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তির ক্ষেত্রে সাহস যোগায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শুধু নয়, চিরকালই কবির রচনাসমূহ প্রাণের সঞ্চার হয়ে থাকবে। কবিগুরুর ১৫৯ তম শুভ জন্মদিনে নাটোর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে কবি গুরুর চরণে শ্রদ্ধাঞ্জলি।

Advertisement
উৎসMahabub Khandakar
পূর্ববর্তী নিবন্ধনাটোরে গুরুদাসপুরে এমপি পুত্র শোভনের প্রতিবন্ধী শিশুদের মাঝে খাদ্য সামগ্রী উপহার
পরবর্তী নিবন্ধনাটোরে আবারো একজন হাসপাতাল স্টাফ করোনায় আক্রান্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে