বড়াইগ্রাম ,নাটোর কণ্ঠ,
বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে তেলের মূল্য কমানো,করোনাকালীন বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানের সকল ফি মওকুফসহ বিভিন্ন দাবি-ছাত্র ফ্রন্ট
আজ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নাটোর জেলার উদ্যোগে রাজাপুর বাজারে সকাল ১১ টায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে তেলের মূল্য কমানো,শিক্ষা প্রতিষ্ঠানে এ বছরের সকল ফি মওকুফসহ বিভিন্ন দাবিতে আজকের মানববন্ধনে সভাপতিত্ব করেন ওসমান গনি মুন।মানববন্ধন ও সমাবেশে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বাসদ এর সমন্বয়ক দেবাশীষ রায়,রাজাপুর আঞ্চলিক কমিটির সদস্য জান্নাতুল নাঈম,আহমেদ মুস্তাকিন,নীবির হাসান টুটুল সহ প্রমুখ নেতৃবৃন্দ।সমাবেশে নেতৃবৃন্দ বলেন ” যখন দেশের বেশির ভাগ মানুষ করোনা মহামরীতে কর্মহীন হয়ে বিপদগ্রস্থ ত্রাণ সহায়তার জন্য দিকবিদিক ছুটছে পরিবার রক্ষায়,তখন সরকার গণপরিবহণের ভাড়া বৃদ্ধি করে শ্রমজীবী মানুষের উপর মরার উপর খাঁরার ঘা নামিয়ে এনেছে বাস ভাড়া ৮০% বৃদ্ধি করে। অথচ বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে, ফলে বাস ভাড়া বৃদ্ধি না করে তেলে মূল্য কমিয়ে দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব ছিল।কিন্তু সরকার সে পথে না গিয়ে বাস মালিকদের মুনাফা সুবিধা দেয়ার জন্য এই সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিয়েছে।পাশাপাশি দেশের বেশির ভাগ ছাত্র কৃষক এবং শ্রমজীবী মানুষের সন্তান,এর মধ্যে শিক্ষার্থীদের কাছে ফি আদায় করা হলে বেশর ভাগ শিক্ষার্থী ঝরে পরার আশঙ্কা রয়েছে, তাই সরকারকে অবশ্যই সকল ফি মওকুফ করে বাজেটে শিক্ষা খাতে বিশেষ বরাদ্দের দাবি জানান নেতৃবৃন্দ।সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমার আওতায় আনারও দাবি জানান নেতৃবৃন্দ”।
বড়াইগ্রামে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা প্রতিষ্ঠানের ফি মওকুফ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
Advertisement