লালপুর থানায় ওপেন হাউজ ডে পালিত

0
45

ফজলুর রহমান : লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুর থানা চত্বরে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আক্টবর ২০২৪) সাকাল ১১:৩০ টায় লালপুর থানা ভবনের সভা কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন, নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয় বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহন করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং ভবিষ্যতে কাজ করতে চাই। লালপুরকে সুন্দর রাখার জন্য আপনাদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। আমি আজ পর্যন্ত একটি অবৈধ পথে কোন অবৈধ সুযোগ নেইনি। আমরা ভালোর চর্চা করি পুলিশ কোন অবৈধ কাজ করবে না।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম।

পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে এতে বক্তব্য রাখেন, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য মো. সাজেদুল ইসলাম হলুদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রজা উদযাপন পরিষদের সভাপতি দিপেন্দ্র নাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার প্রমুখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে সাংবাদিকদের সাথে হাট-বাজার কমিটির মত বিনিময় সভা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে