অজ্ঞাত বৃদ্ধা মহিলার দায়িত্ব নিলেন সিংড়ার ইউএনওন

0
286

অজ্ঞাত বৃদ্ধা মহিলার দায়িত্ব নিলেন সিংড়ার ইউএনওন

সিংড়া, নাটোর কণ্ঠ: নাটোরের রিংড়া বাসষ্ট্যান্ডে পাওয়া অজ্ঞাত বৃদ্ধা মহিলার দায়িত্ব নিয়েছেন সিংড়ার নতুন ইউএনও এম.এম. সামিরুল ইসলাম।

শুক্রবার রাতে বাসষ্ট্যান্ডে ঐ বৃদ্ধা মহিলাকে দেখতে পায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আহমেদ জয় ও যুগ্ন সম্পাদক বনি আহমেদ।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ ও সাংবাদিক রবিন খান। পরে বিষয়টি ভাইরাল হলে ইউএনও ঐ বৃদ্ধা মহিলার দায়িত্ব গ্রহণ করেন। রাতেই ঐ মহিলাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরে তাঁকে দুটি কম্বল দেন এবং খাবার ব্যবস্থা করেন। বর্তমানে বৃদ্ধা ঐ মহিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীণ অবস্থায় রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম বলেন,খবর পেয়ে রাতে ঐ বৃদ্ধাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। সেখানে ডাক্তারের তত্ববধানে রয়েছে। সন্ধান না পেলে সেভ হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় বিপন্ন হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার
পরবর্তী নিবন্ধউত্তেজনা ও হট্টগোলের মাঝে নাটোর বাগাতিপাড়ায় আ’লীগের বর্ধিত সভা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে