Home Blog

অতিরিক্ত দামে সার বিক্রি : ১৫ হাজার টাকা জরিমানা

জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার : নাটোরের বড়াইগ্রামে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ৯ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার রয়না ভরট বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। অভিযানে ওই দোকানির বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বাংলা ডি এ পি সার বিক্রির প্রমাণ মেলে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন,  “নির্ধারিত মূল্যের চেয়ে কোন ব্যবসায়ী কে বেশি দামে সার বিক্রি করতে দোওয়া হবে না। কেউ সিন্ডিকেট তৈরি করতে না পারে সে জন্য এই অভিযান নিয়মিত চলমান থাকবে।”

নাটোরে নতুন ডিসি‘র মতবিনিময় সাংবাদিকদের সাথে

নাটোর কন্ঠ : নাটোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক মিজ আসমা শাহীন। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন। নাটোরের নানান সমস্যা ও সম্ভবনা এবং উত্তরণের উপায় নিয়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন-

ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সহ সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধরণ সম্পাদক কামাল হোসেন, বাংলা টিভি’র নাটোর প্রতিনিধি মেহেদী বাবু,

নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি রফিক বাবান, সম্পাদক নাজমুল হাসান, সাংবাদিক রনেন রায়, সাংবাদিক মুঞ্জুরুল হাসান, এনটিভি প্রতিনিধি হালিম খান, এটিএন বাংলা প্রতিনিধি জুলফিকার হায়দর জোসেফ, সময় টিভি প্রতিনিধি আল মামুন, বিডি নিউজ প্রতিনিধি তরিকুল ইসলাম,

ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ কুমার সরকার, সাধারন সম্পাদক বুলবুল আহমেদ, একুশে টিভি ও দৈনিক সমকাল‘এর নাটোর প্রতিনিধি খন্দকার নবীউর রহমান পিপলুসহ অন্যানরা।

ইক্ষু ক্রয় কেন্দ্রে প্রতিবাদ সভা ও মানববন্ধন ৩য় দিনে

0

ফজলুর রহমান, লালপুর প্রতিনিধি : নাটোরে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের পানসিপাড়া ইক্ষু ক্রয় কেন্দ্র-১ এর  সিআইসি সাফিউদ্দৌলাকে বদলি করার প্রতিবাদে ও তাকে বহাল রাখার দাবিতে তৃতীয় দিনেও চলছে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন স্থানীয় আখ চাষীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পানসিপাড়া ইক্ষুক্রয় কেন্দ্রের সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইক্ষু কেন্দ্রের সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন,

সাবেক ইউপি সদস্য ও আখ চাষী হুমায়ুন কবির, বিলমাড়ীয়া ইউনিয়নে জামায়াতের সাধারণ সম্পাদক রাজন আহমেদ, দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কৃষক মোজাম্মেল হক, সুমন আহমেদ,  ফজলুল হক, মোকলেসুর রহমান, হাসানুর রহমান, আবু হানিফ প্রমুখ।

উল্লেখ্য গত (২৯ অক্টোবর) সিআইসি শাফিউদদৌলাকে পানসিপাড়া কেন্দ্র-১ ইক্ষু ক্রয় কেন্দ্র পদায়ন করা হয়, পরবর্তীতে অর্থের বিনিময়ে কর্তৃপক্ষ শাফিউদদৌলাকে সরিয়ে অন্য একজনকে এখানে দিয়েছে।

উক্ত মানববন্ধন থেকে কৃষকরা শাফিউদদৌলাকে পানসিপাড়া-১ ইক্ষ ক্রয় কেন্দ্রে পুনর্বাহালের দাবী জানান। বক্তব্যে তারা বলেন. মিলের কর্তৃপক্ষ শাফিউদ্দৌলাকে বহাল করার জন্য কৃষকদের সঙ্গে কথাবার্তা বলতে চেয়েছেন। এবং একটি টিম এসে তদন্ত করে শাফিউদ্দৌলাকে বহাল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইক্ষু ক্রায় কেন্দ্রে প্রতিবাদ সভা ও মানববন্ধন

ফজলুর রহমান, লালপুর প্রতিনিধি : নাটোরে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের পানসিপাড়া ইক্ষু ক্রয় কেন্দ্র-১ এর সিআইসি সাফিউদ্দৌলাকে বদলি করার প্রতিবাদে ও তাকে বহাল রাখার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন স্থানীয় আখ চাষীরা।

রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পানসিপাড়া ইক্ষুক্রয় কেন্দ্রের সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইক্ষু কেন্দ্রের সভাপতি-

সাজদার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ও আখ চাষী হুমায়ুন কবির, কৃষক মোজাম্মেল হক, ফজলুল হক, মোকলেসুর রহমান, হাসানুর রহমান, আবু হানিফ প্রমুখ।

মানববন্ধনে কৃষকরা বলেন গত (২৯অক্টোবর) সিআইসি শাফিউদদৌলাকে পানসিপাড়া কেন্দ্র-১ ইক্ষু ক্রয় কেন্দ্র পদায়ন করা হয়, পরবর্তীতে অর্থের বিনিময়ে কর্তৃপক্ষ শাফিউদদৌলাকে সরিয়ে অন্য একজনকে এখানে দিয়েছে। উক্ত মানববন্ধন থেকে কৃষকরা শাফিউদদৌলাকে পানসিপাড়া-১ ইক্ষ কক্র কেন্দ্রে পুনর্বাহালের দাবী জানান।

এ বিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা বলেন সে রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গা থেকে বিতর্কিত, একটি বদলি করা হয়েছিল সেটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে, ওখানে একটি গ্রুপ তাকে চাই একটি গ্রুপ চাইনা, এটি আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি।

কবিরাজের এক কলা ২০০ টাকা !

লালপুর প্রতিনিধি : কালীপূজার রাতে শ্বাসকষ্ট থেকে মুক্তির আশায় কথিত কবিরাজের কাছে প্রতি পিচ কলা ২০০ টাকা দিয়ে কিনে খেয়েছেন শতশত হাঁপানি রোগী। আর এই চিকিৎসা গ্রামবাসীর কাছে কলাচিকিৎসা নামে পরিচিত।

একটি কলা চার টুকরা করে প্রতিজনকে এক টুকরা করে খাওয়ানো হয়েছে। প্রতি টুকরার দাম রাখা হচ্ছে ৫০ টাকা। আর এমন ঘটনা ঘটেছে নাটোরের লালপুরের কলসনগর গ্রামে।

বৃহস্পতিবার (৩১অক্টোবর) রাত সাড়ে ৯ টায় কথিত কলাচিকিৎসার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলাচিকিৎসা বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

সরেজমিনে জানা যায়, কয়েকবছর যাবৎ ‘কলাচিকিৎসা’ দিয়ে আসছেন স্থানীয় কয়েকজন কবিরাজ। শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগ থেকে মুক্তির আশায় বাস, মাইক্রোবাস, সিএনজি মোটরসাইকেলসহ বিভিন্ন যানে করে উপজেলার কলসনগর গ্রামের আবুল কালামের বাড়িতে ভীড় করেন রোগীরা।

সেখানে প্রশাসনিক ঝামেলা এড়াতে টাকা নিয়ে গোপনে এই চিকিৎসা দেন কথিত কবিরাজ মিজানুর রহমান। গোপনে কলাচিকিৎসা দিচ্ছেন খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলের ভিডিও ও ছবি তুলতে গেলে বাধা প্রদান করেন ওই কবিরাজ ও তার অনুসারীরা।

পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান। গত বছরও কথিত এই কবিরাজ মিজানুর উপজলার শালেশ্বর গ্রামে তার দুলাভাই আব্দুল মতিনের বাড়িতে এচিকিৎসা দেন। পরে উপজেলা প্রশাসনের উপস্থিত টের পেয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি।

পাবনার চাটমোহর থেকে চিকিৎসা নিতে আসা জান্নাতুল ফেরদৌস ও রেজিয়া বেগম বলেন, “লোকমুখে শুনেছি এখানকার কলা দিয়ে গাছ খেলে শ্বাসকষ্ট ভালো হয় ৷ এজন্য আমরা হাইস গাড়ি নিয়ে এসেছি। তবে সত্যিই রোগ ভালো হয় কিনা জানা নেই।”

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম বলেন, “কলার সঙ্গে গাছগাছড়া খেলে শ্বাসকষ্ট রোগ ভাল হয় এমন তথ্য প্রমাণ চিকিৎসা বিজ্ঞান সম্মত নয়। ভিত্তিহীন এ ধরণের চিকিৎসার মাধ্যমে মানুষকে প্রতারিত করা হচ্ছে।”

গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আতিক হাসান বলেন, “আমাবশ্যার রাত বলতে কোরআন হাদিসে কোন কিছু নাই। এমনকি আমাবশ্যার রাতকে কেন্দ্র করে যদি কেউ কলাচিকিৎসা করে থাকেন তবে এটি সম্পূর্ন কুসংস্কার।”

এবিষয়ে কবিরাজ মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, “সাংবাদিকদের মাধ্যমে কথিত কলা চিকিৎসার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বেই কথিত কবিরাজরা পালিয়ে যায়। পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি করার অপচেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পথচারী নিহত বাসচাপায়

নাটোর কন্ঠ : নাটোরের আহম্মেদপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত মাসুদ রানা আহম্মেদপুর বাজারের বাসিন্দা। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার আহম্মেদ পুর বাজারে এ দূর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানা ও স্থানীয়রা জানান, নাটোরের দিক থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস,আহম্মেদপুর বাজার পার হওয়ার সময় মাসুদ রানা নামে এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, কেটিসি হানিফ নামে একটি বাস দ্রুত গতিতে আহম্মেদ পুর বাজার পার হওয়ার সময়,মাসুদ নামে এ পথচারীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পানিতে ডুবে মৃ.ত্যু প্রবাসীর ছেলের

নাটোর কন্ঠ : নাটোরের সিংড়া উপজেলায় আরিয়ান নামে ৩ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহঃস্পতিবার (৩১অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের কয়াখাস গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু আরিয়ান কয়াখাস গ্রামের আঃ হাকিম (৩২) (সৌদি প্রবাসীর) ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহঃস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত শিশুর মরদেহ তাহার নিজ বাড়িতে আনা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসমাউল হক বলেন, বিষয় টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নাটোর জর্জ কোর্টে নব নিয়োগ প্রাপ্ত সরকারি কৌশুলীদেন দ্বায়িত্ব গ্রহন

নাটোর কন্ঠ : নাটোরে জেলা ও দায়রা জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পাওয়া আইনজীবীরা দ্বায়িত্ব গ্রহন করেছেন। দ্বায়িত্ব পাওয়া এসব বিজ্ঞ আইনজীবী দের, রবিবার বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ মাছুদুর রহমান।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (জিপি-পিপি শাখা) উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত তালিকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পাঠানো হয়েছে। ২৪ অক্টোবর স্বাক্ষরিত এই তালিকায় সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আবুল কালাম আজাদ চৌধুরীকে। এর আগেও তিনি একই পদে নিয়োগ পেয়েছিলেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল আমীন তালুকদার টগর। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাই।

এর আগে বিএনপি আমলে তিনি একই দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল কাদের মিয়া। তিনি আইনজীবী ফোরামের সদস্য। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনিও পিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তালিকায় অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আলী আজগর খান। তাঁর ছেলে আইনজীবী রোকনুজ্জামান খানও অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া অতিরিক্ত পিপি হিসেবে ১৪ জন, এজিপি হিসেবে ১৩ জন, এপিপি হিসেবে ২৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

জনদুর্ভোগ লাঘব করা হবে -ইউএনও

ফজলুর রহমান, লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুর ডিগ্রি কলেজ গেট সংলগ্ন কালভার্ট স্লাবের অর্ধেক অংশ ভেঙ্গে পরায় দুর্ভোগে পরেছে ওই এলাকায় চলাচলকারী সাধারণ জনতা। বিকল্প সড়ক না থাকায় ঝুকিপুর্ণ কালভার্ট দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে পথচারী ও বিভিন্ন যানবাহন।

রবিবার (২৭অক্টোবর) সকালে সরোজমিনে দেখা গেছে, লালপুর ডিগ্রী কলেজ সংলগ্ন কলেজ মোড়ের সামনের কালভার্টটির উপরের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় স্কুল ও কলেজগামী ছেলে মেয়েরা প্রতিনিয়ত ঝুকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করলেও যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

ক্ষতিগ্রস্থ কালভার্টটি দিয়ে ৫টি গ্রামের কৃষকদের উৎপাদিত ফসল আনা নেয়ার করা হয়। কালভার্টের স্লাব ভেঙ্গে পরায় বিপাকে পরেছেন ওই এলাকার সাধারণ জনতা। এছাড়াও লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়, গার্লস হাই স্কুল ও লালপুর ডিগ্রী কলেজ ও ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা এবং পৌরসভা যাতায়াতের একমাত্র রাস্তা এটি।

লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ফিরোজ হোসেন বলেন, “আমাদের কলেজ মাঠে অনেক পানি জমে আছে, এবং পার্শে একটি গ্রামে পানি জমা হয়ে আছে। এইসব পানি বেরোনোর একমাত্র রাস্তার কালভার্টটি-

ভাঙ্গা থাকায় যানবাহন চলাচল ও স্কুলগামী শিশুরা ঝুকি নিয়ে চলাচল করে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। আমি উপজেলা কর্মকর্তা মহোদয়কে অবগত করেছি শীঘ্রই ব্যবস্থা করার কথা বলেছেন।’’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, “কালভার্টের দুরাবস্থার বিষয়টি আমি অবগত আছি, আমরা ব্যবস্থা নিয়েছি দু-একদিনের মধ্যেই সংস্করণের কাজ অর্ন্তভুক্ত করে জনদুর্ভোগ লাঘব করা হবে।’’

রিচিতো ধানসিড়ি -টি এম মিলজার হোসেন‘এর কবিতা

রিচিতো ধানসিড়ি

টি এম মিলজার হোসেন

এ ব্রহ্মাণ্ডে মনুষ্য প্রাণীর রাজ্যে
মানুষ নিশ্চিত নিষ্ঠুর নির্বাসিত,
থাকছেই হয়তো বিশাল মুক্ত আকাশ!
সেও দূষিত বিষেই বিষাক্ত জানাই বাহুল্য,
সুপ্রানের?
নিপাট একা নরকলোক বাস এ ব্রহ্মাণ্ডে,
মানুষের ন্যূনতম মূল্যে অনর্থক চেষ্টা,
চেষ্টার জন্যই নয় চেষ্টা,
মানুষ মূলত ফেঁসে গেছে মনুষ্য প্রাণীর হিংস্রতায়,
স্বস্তির চেষ্টা নয়, এ বাচাঁর চেষ্টা নয়,
মানুষের এ যেন মুক্তির চেষ্টা।

এরই মাঝে
ধুলোর পৃথিবীতে তোমায় স্বাগতম,
আগমনে অনর্থক কিন্তু নিশ্চিত লড়াইয়ের পরেও,
জীবন হোক সুন্দর ও মানুষের,
এতো কিছুর পরেও
ভালো থাকা হয় যেন,
ভালো থেকো ভালো রেখো।
পৃথিবীর সকল প্রাণীই সুখীই নাহয় হোক,
তৃপ্ত হোক
রচিত শান্তি রিচিতো ধানসিড়িরও হোক।