অন্তরের অন্তঃপুরে
কবি শামীয়ারা পারভীন দীপ
মাঝে মাঝে মনে হয় তুলেনি সকল নিষেধাজ্ঞা;
ভেঙে ফেলি বাঁধার প্রাচীর,
খুলেদি দখিণের জানালা।
একটু রোদ আসুক–
অন্তঃপুরেের প্রগাঢ় অন্ধকার
কেটে কেটে খচিত হোক আলোর উপাখ্যান,
ফুটে উঠুক দুপুরের রূপ।
একটু বাতাস আসুক–
কুচি কুচি দীর্ঘশ্বাস ;
অন্তরের আনাচকানাচে ফুঁটে থাকা ব্যথার ফুল,
ফিনফিনে বাতাসে উড়ে যাক।
একটি পাখি এসে বসুক জানালার কোণে,
মনের আলস্য ছড়িয়ে মিশে যাই
পাখির গানের শব্দ -ভরা রূপে।
একটু বৃষ্টি আসুক–
মেঘের কাছ থেকে আবেগ নিয়ে ধূয়ে দিক
জানালার শার্শিতে জমে থাকা অশ্রুর কুয়াশা,
বৃষ্টির শীতল পরশ লৌকিক রাতে চোখে
এনে দিক স্বপ্ন -ভরা ঘুম।
যতবার ভাবনার সাথে সঙ্গ দিতে চাই;
অবিশ্বাসের দৈত্য থাবা মেলে এগিয়ে আসে,
আমার ইচ্ছেরা শীর্ণ হয়ে পড়ে থাকে
অন্তরের অন্তঃপুরে।
Advertisement