আইনজীবী মিঠু’র উদ্যোগে ঢালাই হলো নাটোর আদালতের কর্দমাক্ত রাস্তা

0
489

আইনজীবী মিঠু’র উদ্যোগে ঢালাই হলো নাটোর আদালতের কর্দমাক্ত রাস্তা

নাটোর কণ্ঠ: নাটোর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠু’র উদ্যোগে গণপূর্ত বিভাগের সহায়তায় পাকা করন হলো একটি কর্দমাক্ত রাস্তার। রাস্তাটি পাকা অধিকরণ হওয়ার ফলে আইনজীবী ,বিচারপ্রার্থী ও সর্ব সাধারণের সুবিধা ও উপকার সাধিত হলো। বিচারপ্রার্থীরা মনে করেন, দীর্ঘদিনের প্রতিক্ষিত আদালত চত্তরের দক্ষিণ পশ্চিম পার্শে ৩১৫ ফুট কর্দমাক্ত ও জলাবদ্ধ রাস্তা পাঁকা হওয়ার ফলে দুর্ভোগ লাঘব হবে তাদের। এতে করে নাটোর জেলা আইনজীবী সমিতি চত্তরে আগত সকল আইনজীবী , বিচারপ্রার্থী জনগন ও সর্ব সাধারণের ব্যাপক সুবিধা ও আদালত চত্তরে পরিবেশ উন্নয়ন হয়েছে। এ কাজের জন্য নাটোর জেলা আইনজীবী সমিতির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বিজ্ঞ এডভোকেট জনাব মোঃ শহীদ মাহমুদ মিঠু সাহেবের দীর্ঘায়ু,সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন নাটোর জেলা আইনজীবী সমিতির সকল সম্মানিত আইনজীবী গন ও সর্ব সাধারণ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবহুমুখী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পৌর মেয়র উমা চৌধুরী
পরবর্তী নিবন্ধনাটোরে শিশু অধিকার সপ্তাহের কার্যক্রম শুরু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে