আদি ছাপাখানায় মুদ্রিত || ওয়াহিদ জালাল
মানুষ বড় হয়ে গেলে
তার ছায়া ক্রমশ দুর্বল আর ছোট্ট হয়ে আসে।
এই বিষয়টি সহজে বড় মানুষেরা টের পায় না!
আমি জেনেছি,চিরকাল আমিত্বের লাশ পাহারা
দেয় সর্বনাশের বনেদী হাসি।
গহিন কুদরতে সূর্যের মৌসুম নিজেকে হারিয়ে
আত্মার ভিতর যখন চতুর হয়ে ওঠে
প্রাণের ইবাদত প্রতিচ্ছবির মতোন বড় হয়ে
নাম ধরে ডাক দেয় শোন,তোমরা সৃষ্টির ঘুড়ি।
লাঙলের ফলা মাটির বুকে অনেকদিন না
মিশলে তার ভালবাসায় জং ধরে,
কোন মিছে আশাহীন পথে ঘুরতে ঘুরতে মানুষ
রূহ ও নফসের আপোষহীনতায়
কলিজার আগুনকে আদেশ করে তার প্রশংসা
করতে যে নিজেকে আদালতের বাইরে দাড়ঁ
করিয়ে ভিতরের ইনসাফ আন্দাজে ধারন করে!
তোমাকেই বলছি ওয়াহিদ,
মনে রেখো,কলিজা কিংবা আত্মার ছায়া আছে
দলিলে তাদের খুঁজতে যেও না,
ছোট্ট কিছু ভাঙলেই মারাত্মক আওয়াজ করে
বড় না হয় দীর্ঘ পলকেই হারিয়ে যায় ভরসা হীন
অন্ধকার এক আয়নার অপর প্রান্তে
সে আর দেখতে পারে না,তাকে সবাই দেখে।
১৮ জুন ২০২০
রেইনহিল,ইংল্যান্ড