আমরা আশায় বাঁচি -কবি মাহফুজা আরা পলক‘এর কবিতা

0
407
Mahfuza Polok

আমরা আশায় বাঁচি

কবি মাহফুজা আরা পলক

আর্তনাদে বাতাস হচ্ছে ভারি
লাশের ভার বুকে নিয়ে মৃত্তিকা কাঁদে
মৌন অন্তঃক্ষরণ চলছে গোটা বিশ্ব জুড়ে,
করোনার গোলকধাঁধাঁর কোথায় আছে সমাধান।

প্রিয় মুখগুলো একে একে দিচ্ছে পাড়ি
এই চিরচেনা পৃথিবীর গন্ডির চৌহদ্দি,
দুমড়েমুচড়ে একাকার- নয়তো পরাজিত হয়ে
মৃত্যুর সাথে করতে হচ্ছে বাধ্যতামূলক সন্ধি।

আকাশচুম্বী প্রত্যাশায় বিভোর ছিল যারা
মোহভঙ্গে আতঙ্কিত- কপাট চাপায় নির্বাসিত।
বেহুলার বাসর ঘরেও কালনাগিনী নিয়তির
দায় ঘুচিয়ে ছিল লক্ষীন্দরের,

অনুজীব তেমনি পৃথিবীর ঔদ্ধত্যের লাগাম টানছে,
নশ্বর পৃথিবীর মোহে বুঁদ হয়ে থাকা বোধহীনদের
রেশটুকুর ভারের বোঝা চেপে নিঃশ্বাসে পড়েছে টান,
কিছু নিরীহ মানুষ আটকা পড়ছে ঝাঁকি জালের ফাঁদে।

বেরহম নচ্ছার অনুজীব-
যাকে ধরে সে নিঃশেষিত হয় এর ফাটকে,
চারিদিকে ভয়ঙ্কর অশরীরী অনুজীবের খবর
সারি সারি চিতা আর কবরের বহর,
মননের চৌকাঠে গড়ে উঠেছে ঘুণপোকার বসতি
দিব্য চোখে দেখছে সকলে পৃথিবীর আয়ুর খামতি।

তবুও আমরা আশায় বাঁচি!
কোন এক নির্মল ভোরে সুস্থ ধরনীতে উঠবে হেসে
সমবেত সকলে প্রাণভরে দেখবে
পূণ্য আলোর স্রোতে ভাসছে প্রিয় পৃথিবী।

Advertisement
উৎসMahfuza Polok
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় মাদক সহ দুই নারী ও ওয়ারেন্ট ভুক্ত এক আসামি আটক
পরবর্তী নিবন্ধসব সাংবাদিক দালাল ! – তন্ময় ইমরান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে