আমি কোন পরিযায়ী পাখি
কবি রফিকুল কাদির
দশ সাল আজ থেকে দশ বছর আগে
যখন তুমি অনেক কচি ছিলে
গালের টোল আরও কোমল ও কমনীয়
হয়ে ফুটে উঠতো লাল আকাশে
চাঁদের মতো।
ঠোটটা ভেজা থাকতো ঘামে
না, না, জানি ওটা ঘাম নয়,
ঘামের মতোও না
ওটা অন্য কিছু
না কামরসও–
ভালোবাসার মতো পবিত্র কোন রং,
কোন স্বপ্ন, কোন যাদু
ওকে বৃষ্টিও বলা যায় না
সকালের ঘাসে কী তাকে ফুটেতে দেখিনি
দেখিনি কী চাঁদে
কিন্তু কি নিষ্ঠুর তোমার কোমর
অন্যের বাহু বন্ধনে ভিজেছে জলে
তোমার আঙুল ছুঁয়েছে তার ঠোট
আমি কোন বুভুক্ষু পরিযায়ী পাখি
মাঠ, ঘাট, সমুদ্র, পেড়িয়ে
ছুটতে থাকি, ছুটি
পালিয়ে বাঁচি
জীবনে বেঁচে থাকার এ নিষ্ঠুরতা
জীবনের কাছে শেখা
তোমাদের ঘাম,
ভেজা চুল মেডুসার মতো আমাকে ঘিরে
Advertisement