আমি কোন পরিযায়ী পাখি -কবি রফিকুল কাদির‘এর কবিতা

0
318
Rafiqul Kadir

আমি কোন পরিযায়ী পাখি

কবি রফিকুল কাদির

দশ সাল আজ থেকে দশ বছর আগে
যখন তুমি অনেক কচি ছিলে
গালের টোল আরও কোমল ও কমনীয়
হয়ে ফুটে উঠতো লাল আকাশে
চাঁদের মতো।

ঠোটটা ভেজা থাকতো ঘামে
না, না, জানি ওটা ঘাম নয়,
ঘামের মতোও না
ওটা অন্য কিছু
না কামরসও–
ভালোবাসার মতো পবিত্র কোন রং,
কোন স্বপ্ন, কোন যাদু

ওকে বৃষ্টিও বলা যায় না
সকালের ঘাসে কী তাকে ফুটেতে দেখিনি
দেখিনি কী চাঁদে

কিন্তু কি নিষ্ঠুর তোমার কোমর
অন্যের বাহু বন্ধনে ভিজেছে জলে
তোমার আঙুল ছুঁয়েছে তার ঠোট

আমি কোন বুভুক্ষু পরিযায়ী পাখি
মাঠ, ঘাট, সমুদ্র, পেড়িয়ে
ছুটতে থাকি, ছুটি
পালিয়ে বাঁচি

জীবনে বেঁচে থাকার এ নিষ্ঠুরতা
জীবনের কাছে শেখা

তোমাদের ঘাম,
ভেজা চুল মেডুসার মতো আমাকে ঘিরে

Advertisement
উৎসRafiqul Kadir
পূর্ববর্তী নিবন্ধমানুষ “হ” -কবি নুর মহাম্মদ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিবকে অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে