আমি চলে যাচ্ছি – কবি জুনান নাশিত এর কবিতা

0
362
Janun

আমি চলে যাচ্ছি
জুনান নাশিত

মাছেরা আকাশচুম্বী!

আমি ফিরে যাচ্ছি
ভেঙে যাচ্ছে কুয়াশার ঘের

সময়কে খনন করেছি কতোকাল
বিশুদ্ধ নির্মাণ ভেঙে খুঁজেছি অনেক
অনুচ্চারিত শিল্পের ভীড়ে
অলৌকিক কোন বেহুলার ঘাট

মনে পড়ে
সাদা ডানায় ছড়ানো ঈশ্বরের ডাকে
একদিন চোখ তুলে দেখি
শরতের চিত্রল আকাশ জুড়ে ত্রিকোণ মাছের ঘর
কিলবিলে
তাই দেখে ভেসে গেছে
পতনের বহুমুখী আনন্দ উজান
সেদিনও চিলের ডানায় ছিল
শিকারীর ধূর্ত হাহাকার..

সেদিনও কেঁদেছিল কালো পাখিটির সুর
তাতে ভরা ছিল শব্দের আগুন
সে আগুন আমাকে থামাতে চায়
ফেরাতে ব্যাকুল আবাল্য জলের নিষিদ্ধ বুদবুদ
যার অজস্র আলাপে কতোদিন ভেঙে গেছে ঘুম
দাঁড়িচিহ্ন সহ দাঁড়ানো পথের পাশে
কতোদিন কতো ভাটফুল
দেখেছি নিঃশব্দে
ভেঙেছিল
মহুয়ার কষ্টের পাথর।

আমি চলে যাচ্ছি
কান্নারা বরফ হচ্ছে
আর বেদনা চিৎকার

৩০.৮.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে ভুল অস্ত্রপচারে গৃহবধুর মৃত্যুর অভিযোগ
পরবর্তী নিবন্ধইভ্যালি কি আসলেই প্রতারক?- আব্দুল্লাহ আল সাফি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে