আম্রপালী -কবি রাকিবুল রকি‘এর কবিতা

0
314
Rakibul Islam

আম্রপালী

কবি রাকিবুল রকি

রাজনীতি!
যেন নগর বধু
“আম্রপালী” সম!
স-ব কামুকের
ভোগের বস্তু
কেউ হয়না প্রিয়তম!

সুবোধ,সুশিল,
বিজ্ঞ,নির্বোধ
ইচ্ছে শক্তির বলে ;
রাজনীতিটার
খাস্ কামরায়
ঢুকে নানান ছলে।

বের হয় কেউ
তৃপ্ত হৃদয়
কেউবা অতৃপ্ত ;
কেউ লভে ভাই
শান্ত স্বভাব
কেউবা উত্তপ্ত!

কেউ ঢালিছে
সূধা হেথায়
কেউ ঢালিছে বিষ ;
কেউবা রাখছে
জীবনবাজি
বাজিয়ে মরন শীষ!

কেউ উঠিল
ফুলে ফেঁপে
শিক্ত মধুময় ;
কেউ ঢালিয়া
মনি নির্যাস
হয় শুষ্ক মরুময়!

নিছক মায়া
আলো ছায়া
ফাঁদ যেন আলেয়ার ;
রয় ব্যবধান
স-ব আদান প্রদান
যেন স্বার্থপরতার!

স্বপ্ন দ্যাখে
স্বপ্ন দেখায়
বাড়ায় মোটিভেশন ;
ঠিক উল্টোটাই হয়
যত সময় গড়ায়
পার হলেই ইলেকশন!

সফথ বাক্য
লোক দেখানো
রেওয়াজ বলে কথা ;
আসল বিষয়
সুপ্ত হৃদয়
পূর্ণ সবার মাথা!

পেট পূজো
আর পকেট পূজোয়
দক্ষতা যার বেশি ;
সে খুব জিনিয়াস
রাজনীতিবীদ
সেয়ান সর্বগ্রাসী!

নয় বারবনিতা
স্ট্রিট পতিতা
রয়্যাল অভিলাসী ;
রাজনীতি আর
রাজনীতিবীদ
যেন শুভংকরের হাসি!!

১২/০৮/২০২০

Advertisement
উৎসRakibul Islam
পূর্ববর্তী নিবন্ধভালোবাসার সন্ধান -সৈয়দ মিলন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোর-বগুড়া মহাসড়কে হাতির অর্থ আদায়!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে