ঈদের মাঠে -কবি মজনু মিয়া‘এর কবিতা

0
354
মজনু মিয়া

ঈদের মাঠে

কবি মজনু মিয়া

আমরা সবাই মিলেমিশে
ঈদের মাঠে যাই,
মুসলমানের মধ্যে কোনো
ভেদাভেদ যে নাই।

এক কাতারে দাঁড়াই সবাই
এক ঈমামের পিছে,
আল্লাহু আকবার বলতে হয়
রাসুল বলে দিছে।

ঈদের জামাত শেষ হলে পর
করি কোলাকুলি,
হৃদয় মাঝে ভেদাভেদ সব
যাই সকলি ভুলি।

একে অন্যের বাড়ি গিয়ে
খানাদানা খেয়ে,
ভালোমন্দ জানি জানাই
আশীর্বাদ যাই পেয়ে।

মির্জাপুর, টাংগাইল।

Advertisement
উৎসমজনু মিয়া
পূর্ববর্তী নিবন্ধদেখিনা তোমায় -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধমানুষ “হ” -কবি নুর মহাম্মদ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে