একটাই শোক
কবি আসাদ জামান
একটাই ফল আর একটাই ফুল
একটাই নদী তার দু’দুটো কূল
একটা হৃদয়ে থাকে কতশত চোখ
হাজারো দুঃখ ব্যাথা একটাই শোক।
এক চাঁদ জোছনা এক হাতে তূর্য
সারাটা আকাশ জুড়ে একটাই সূর্য
দিন শেষে যতবারই অস্তমিত হোক
সীমিত আয়ুষ্কাল বরাদ্দ থোক।
মৃত্যুই সত্য আর সব মিথ্যা
তাই নিয়ে ঘাঁটাঘাঁটি ইতিহাসবেত্তা
সারসত্য এই, খুঁজলে
পুরোনো নথি কেউই বেঁচে নেই—
একটাই পৃথিবী,একটাই চাওয়া
একনিশ্বাসে তার যতটুকু পাওয়া
সব ভুলে একদিন থেমে যাবে শোক
চাই চাই তবুও সত্যের জয় হোক।
১৫.০৯.২০২০
Advertisement