একটি জিজ্ঞাসা -কবি গোলাম কবির‘এর কবিতা

0
451
Golam Kabir

একটি জিজ্ঞাসা

গোলাম কবির

যে যুবক একদিন প্রেমিকার অথবা
স্ত্রীর অশ্রুসজল চোখের আকুতি
উপেক্ষা করে যুদ্ধজয় শেষে
আর ফিরেনি গৃহে, শহীদ হয়ে
বাংলার কোনো এলাকার মাটির বুকে
ঘুমিয়ে পড়েছে, হয়তো তার চিহ্নটুকুও
এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে অথবা
অবহেলায় পড়ে আছে পশুচারণ ভূমিতে
অথবা অবিবেচক মানুষের অশালীন
আচরণ কিংবা নেশাখোর মানুষের
নেশা করার অভয় অরণ্যে, তাঁর চোখে
যে স্বপ্ন ছিলো তা কী সত্যি হয়েছে!
বালিশ কাব্য, মশারি কাব্য,খাম্বা দূর্নীতির
এই মচ্ছব লাগা , মানুষের অধিকার
কেড়ে নিয়ে বারবারই ইতিহাস বিকৃতি
ও বিস্মৃতির এবং এখনো ধর্ষিতা নারীর
ক্রন্দসী নদীর ঢেউয়ে উত্তাল উন্নয়নের
জোয়ারে ভাসতে থাকা এই দেশে
আজ স্বাধীনতার পঞ্চাশ বছর শেষে
আমার এ জিজ্ঞাসা
সমগ্র দেশবাসীর প্রতি,
এই জন্যই কী তাঁরা যুদ্ধে গিয়েছিলো?

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধনাটোরে জাতীয় পতাকা অবমাননা, ভ্রাম্যমান আদালত পরিচালনার দাবি
পরবর্তী নিবন্ধনাটোরে ঐতিহাসিক শ্রী শ্রী মহাশ্মশান কালীমাতার পূজা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে