একটি বকলম ভাবনা!- কামাল খাঁ

0
314
কামাল খাঁ

একটি বকলম ভাবনা!- কামাল খাঁ

জবরদস্তিমূলক কথা শুনতে শুনতে কর্ণ এখন বধির প্রায়; কান বলে কথা, তারও তো একটা ক্যাপাসিটি আছে রে ভাই। সেই কবে থেকে শুরু হয়ে আজ অব্দি চলছে তো চলছেই বিরামহীভাবে ; আর কতটুকুই বা লোড নেবে এই চর্মযন্ত্র; কী বলেন? চোখের অবস্থা আর নাই বলি কত কিছুই তো মন না চাইলেও অবাঞ্ছিত হয়ে গোচরীভূত হচ্ছে প্রতিদিন, প্রতিক্ষণ।উহ্ অসহ্য আর পারছি না মাগো!
নাসিকা বেচারীর পুরো জীবনের কথা না বলে, এই করোনাকালীন সময়ের অবস্থা বিবেচনা করলেই বুঝা যায় কী চাপে দিনগুজরান হচ্ছে।

অনেক কিছু খেয়ে খেয়ে জিহ্বা এখন আর নিজের মনে হয় না, মনেহয় জিভটা ছাগলের নয়তো বা উটের! না লজ্জা পাওয়ার কিছু নাই নানাবিধ ভেজাল খেতে খেতে এবং অকাররণেও মিথ্যা বলতে বলতে ওটা মনুষ্য ইন্দ্রিয় বলে সনাক্ত করতে গেলে পরীক্ষা করা ছাড়া আর উপায় নেই। বাদ থাকে ত্বকের কথা। ত্বকটাকে চলিত বাংলায় ছালও বলি আমরা। গতরের ছাল, গতরের চামড়া, যাই বলি না কেন; প্রাথমিক ঝড়ঝাপ্টা মানুষের এর ওপর দিয়েই যায় এটা সকলেই জানি। কিন্তু এটা জানি না,এটা এ পর্যন্ত বিজ্ঞানীদের কাছে ধরা পড়ছে কি না? আমার তো লাগে ত্বকে অনুভূতির পরিবর্তন নিশ্চিত ঘটছে ,হোক সেটা হাজার বছরে একটি সূচক!? এভাবে শত-সহস্র বছরে সূচকের যোগফল মনুষ্য ত্বকের পরিবর্তনের একটি সুস্পষ্ট ইঙ্গিত বহন করতেও পারে মহোদয়গণ। যদিও এ আমার ধারণামাত্র। ত্বকের কথা বলতে বলতেই গন্ডারের কথা মনে চলে আসে এমনিতেই!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপ্রেম আসে প্রকৃতির গোপন গভীর থেকে – স্বকৃত নোমান 
পরবর্তী নিবন্ধনাটোর স্টেশন বাজারে অভিযান, অতিরিক্ত টোল নেওয়ায় ইজারাদারের জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে