ওহে বিষাদিনী- কালিদাস রায়ের কবিতা

0
375
Kalidas

ওহে বিষাদিনী- কালিদাস রায়

কুটিরের চালা খসে গেছে
পায়ের নিচে মাটি নাই
না চাইতেই এখন আকাশে চাঁদের দেখা মিলছে
বাতাসের ধরণটাই যেন পাল্টে যাচ্ছে
তবুও আমি কিছুই বুঝতে চাইছি না,
প্রাণপাখীটা উড়ে চড়ে যাবার আগ পর্যন্ত তোমার স্বরুপটা সহৃদয়ঙ্গম করে
দেখার সাধে মরি।
তবুও তুমি বিনাষিনী
তুমি বিনাশ করবেই।
তবুও চেয়ে থাকি তোমার অপেক্ষায়
কখন তুমি আসবে হে প্রাণহরণকারী?
আকাশ বাতাস আজি বিদীর্ণ হয়ে যায়
ঝাপসাচোখে পথ ও নিজের অস্তিত্ব খুঁজে ফিরি
স্বপ্নভঙ্গ রাতে কেবল ঝিঝিপোকার ডাক।
বুঝতে পারছি, অস্তিত্বহীণ রাজ্যে মিছেই আমরা স্বপ্ন বুনি।
এরচে বড় সত্যি নাই।
তুমি, আমি কেউ নই।
মিছেই বাহাদুরি, অহংকার।
মঙ্গায় দিনে দিনে তিলে তিলে মরা ওই ক্ষুধিতের চেয়ে কি আমার জ্বালা বেশি?
নারে পাগলা, আমার সমস্ত দুঃখ ক্লেশ
কেড়ে নেয়ে শিশুর আর্তনাদ,
মায়ের হাহাকার, পিতার পাঁজরভাঙ্গা কষ্ট।
আমি সবকিছু ভুলে জেগে থাকি
শুধু এই বিশ্বের ধ্বংসলীলার স্বাক্ষী হতে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামের কচুগাড়ীতে অবাধে পুকুর খনন, ট্রাক্টর চলাচলে ভাঙ্গছে নতুন পাকা রাস্তা
পরবর্তী নিবন্ধনাটোরে গভীর রাতে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি সিংড়ার পৌর মেয়র

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে