কথা
কবি আজাদুর রহমান
মানুষের মুখের দিকে তাকালে
নিজকেও মিথ্যাবাদী মনে হয়।
ভাল করে একটা আলাপ করা যায় না।
এমন কি
আমার ভুলটা!
তার ঠিকটা,
সত্য মিথ্যা -কোন কথাই তোলা যায় না!
সে কারণে কোথাও যাই না,
কারও সাথে দেখা করি না।
অপেক্ষা করি,
১০০
২০০
৩০০
বছর অপেক্ষা করি।
ওরা আমাকে খুঁজতে আসবে,
একদিন কোথাও শান্তনা পাবে না,
আমি তাই অপেক্ষা করি-
১০০
২০০
৩০০
বছর অপেক্ষা করি।
আমাকে ওরা পাবে না।
আর আমাকে পাবে না।
Advertisement