কবি – ডন শিকদার এর কবিতা

0
271

কবি
ডন শিকদার


কবিরা প্রেমে পড়ে বারবার।
শয়নের কল্পনায়, জেগে থাকার বাস্তবতায়।
পথ চলতে উলটো পথের প্রেম
একই পথে পেছন ফিরে প্রেম।
যখন তখন কচি ডবকা প্রেম
শুদ্ধ নিষিদ্ধ উথাল পাথাল প্রেম।

কবিরা প্রেমে পড়ে বারবার।
একশতবার, লক্ষ কোটি অসীমবার
কিন্তু,
ভালবাসে শুধুই একবার।


আমি কবি।
আমি কেন তুচ্ছতায় মরবো?
আমি মরবো প্রতিবাদের ভাষায়
শাষক শোষকের গুলিতে।
হোঁচট খেয়ে কেন ফাটবে আমার নাক!
আমার নাক ফাটবে আমলাতন্ত্রের ঘুষিতে।
আমি কবি,
আমি কেন অন্ধকার ঘরে বসে লিখবো,
জীবনের কল্পিত জয়গান।
পিচঢালা রাস্তায় লিখবো কবিতা
যাতে রাস্তায় কেউ থুতু না ফেলে।
গিলে ফেলা থুতুর সাথে সাথে
জনগনের মৃত মনকে জাগিয়ে তুলবে
কবিতা,
দ্রোহ ও বেঁচে থাকার অভিমান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকবি আলেয়া আরমিন আলো‘এর একগুচ্ছ কবিতা
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় তিনটি বেকারিতে র‌্যাবের অভিযান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে