কালো মেয়ে -কবি মহিউদ্দিন ফারুক‘এর কবিতা

0
543
Al Amin Islam Aminul

কালো মেয়ে

কবি মহিউদ্দিন ফারুক

তুমিতো কালো নও,
তুমি অমাবর্ষার ঘোর অন্ধকার।
চিত্তের চিরন্তনে
তুমি শুধুই আমার।
তোমার দীঘল কাল চুলে,
দক্ষিণা বাতাস ঢেউ খেলে।
রূদ্ধতা ভেঙ্গে অন্তরালের
নিজেকে ধরি মেলে।
চির হরিণির কাজল চোখে,
মায়াবিনীর জালবোনা,
উচ্ছ্বাসে তোমার দিগন্তিকা
শিহরনের উর্ধ্বো আরাধনা।
আধফালি চাঁদ ঠোটে তোমার,
ইচ্ছায় দিয়েছে ধরা
সংকীর্ণ মনের প্রসারণ ঘটে,
কেটে যায় যত জরা।
দুধসাদা দাঁতের অপলক হাসিতে,
দৃষ্টিতে আজ পূর্ণতা পাই,
চিরচেনা পথের বাঁকে বাঁকে,
প্রতিনিয়ত নিজেকে হারাই।
টোলপরা গালের সিক্ত হননে,
আমি আজ দিশেহারা ,
অবতন মনের বেখেয়ালে
রয়ে যাই পাগলপারা।
কালো মেয়ে,
আপাদমস্তক তোমার অনন্ত যৌবনা,
মরীচিকা যেন না ধরাদিক
কামনায় চিরন্তন ,
মম কল্পলোক।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জন্মদিনে নাটোর কন্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধনলডাঙ্গার পিপরুলে ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে