কা-পুরুষ
লেখক নাজনীন নাহার
যুদ্ধের মাঠে মুণ্ডু গুটিয়ে
যতই পালাবে তুমি,
কাপুরুষের তিলক তোমার
কপালে সহসা যাইবে চুমি।
ছোট বলিয়া নিজের গর্তে
নিজেরে যে লুকায়,
সে কী জানে?
কখনও কোথায় পড়বে সে ধোকায়!
আমি বলি কী?
এভাবে ডরায়ে বাঁচিবে বৎস কত।
মিথ্যের কাছে আর কভু কখনও
মাথা নাহি করি চলো নত।
Advertisement