কুরবানী মানে -কবি জসিম উদ্দিন খান‘এর কবিতা

0
454
Jashim Uddin Khan

কুরবানী মানে

কবি জসিম উদ্দিন খান

কুরবানী মানে-
স্রষ্টার প্রেমে
প্রিয় সুখের নাশ;
পুত্রভূমিতে, পিতার-
প্রভুভক্তির চাষ।

ইব্রাহীম নবীকে আল্লাহ স্বপ্নে দেখালেন
আল্লাহর নামে প্রিয় জিনিস কুরবানী চাইলেন।
ভেবে চিন্তে প্রিয়পুত্র ইসমাইলকে নিয়া,
ছুরির নিচে প্রিয় ধনরে
দিলেন শোয়াইয়া।
খোদা প্রেমের পরীক্ষাতে-
নবী হলেন পাশ।

প্রতিবছর খোদাপ্রেমের কঠিন পরীক্ষাতে
বসতে হবে খোদার রাহে, প্রিয় কুরবানীতে।
গোশ পরোটা, ভুনা কাবাব, যতই হবে খাওয়া,
আল্লাহর কাছে পৌঁছে না তা,
পৌঁছে তাকওয়া।
সুখের দিনে ত্যাগের বাদ্যি-
বাজে জিলহজ্ব মাস।

Advertisement
উৎসJashim Uddin Khan
পূর্ববর্তী নিবন্ধমন্টুর লাল গরু (গল্প) -সাফিয়া খন্দকার রেখা
পরবর্তী নিবন্ধপিতা তোমায় মনে পড়ে -কবি রাজিব এক্কা রাজ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে