কূহক -কবি এম আসলাম লিটন‘এর কবিতা

0
154
Aslam Liton

কূহক

কবি এম আসলাম লিটন

চোখজোড়া হোক ঠিক তোমার মতই
তোমার মতই হোক মেঘকালো চুল
চৈত্রের ধানক্ষেতে খেলে যাক ঢেউ
হিংসুক ঐ ঠোঁটে ফুটুক না কিংশুক
আগুন রঙে; ঠিক তোমার মতই…!
রোদ্দুর প্রান্তরে ঝলমল খেলে যাক গ্রীবা
শীতল সর্পিল দেহে এঁকেবেঁকে হেঁটে যাক সেও;
ঢেউতোলা বুকে; তোমার মতই!!
মন হোক সবুজ বনের সেই মায়াবি হরিণ
চঞ্চল ছুটে যাক কুহেলিকা পথে
ছায়াময়; মায়াময় শ‍্যামারঙ কায়া
ঠিক তোমার মতই!
যতই না কাছে টানি তারে
ছুটে চলে যাক তত দূরে ; ঠিক তোমার মতই!

Advertisement
উৎসAslam Liton
পূর্ববর্তী নিবন্ধআঁধারেই বসতি -কবি কাজী জুবেরী মোস্তাক‘এর কবিতা
পরবর্তী নিবন্ধআজকের দিনে জন্ম হয়েছিল লাঠি-বাঁশি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে