কেনো এলে ?
কবি মাহমুদা শিরীন
ইচ্ছে করে নতুন করে আর একটা
জীবন নিয়ে আসি শুধু তোমার জন্য।
তোমার উষ্ণতায় ভালোবাসার আলিঙ্গন
পেতে খুব ইচ্ছে হয়।
তোমার বুকের গোপন ভূমিতে একান্তে
জড়িয়ে ভালোবাসার চিহ্ন এঁকে দেই।
এক অমৃত স্বাদ নেই তোমা হতে।
আবার তোমাকে কাছে পাবার ব্যাকুলতায়
উদ্বিগ্ন অস্থিরতায় ছুটি স্মৃতির মোহনায়।
এতটা যুগ পেরিয়ে কেনো এলে এই জীবনে
তোমার হাজারো কথায় হৃদয়ে অনুতাপে
শুধুই হয় রক্তক্ষরণ।
চারদিক আজ আমার অন্ধকারে আচ্ছন্ন
শুধু পাথরের মত জেগে থাকে
অশ্রুহীন দু ‘ নয়ন।
এই জীবনে পারবো না করতে হয়ত
তোমাকে বরণ।
তোমার চাহনি আশা ও আকাঙ্খা বুঝতে পাই
নিষ্ঠুরতা ও পাপ দেখে বড্ড ভয় পাই ।
বার বার চেয়োনা , কষ্ট হয় হোক
তবু আসবো না ।
দীর্ঘশ্বাসে যন্ত্রণায় মুচড়ে পড়বো
আবছা আঁধারে জীবন ঢেকে যায় – যাক
দুঃখ অভিমানে যতই কষ্ট হয়, হোক
তবু ঠোঁটে থাকবে সেই মধুর হাসি।
Advertisement