কোভিড নাইনটিন -কবি আজিজা রুপা‘এর কবিতা

0
376
Aziza Rupa

কোভিড নাইনটিন

কবি আজিজা রুপা

কোভিড নাইনটিন,
আর কত চালাবে তুমি,
তান্ডব তোমার রাতদিন?
আকাশে বাতাশে অবিরত,
রয়েছ ব্যস্ত তুমি,
ছড়াতে লাশের গন্ধ।
কবে তুমি হবে ক্ষান্ত?
তোমার ও কি মরেছে বিবেক,
ক্ষমতাবানদের মত?
ছোট্ট সোনা আর চায়না,
থাকতে ঘরে বন্ধ।
বাইরে গেলে ধরবে তুমি,
করবে শ্বাষ রুদ্ধ।
কেমন তুমি? রূপ কি তোমার?
জমদূত কি
দেখতে বল আছে
তোমার মত?
আচরণে চিনতে পাইনা,
মনে দ্বিধা দ্বন্দ্ব
কখনও শুনে
মনে হয় যেন তুমি বড় ক্লান্ত।
আবার শুনি তুমি নাকি
ভয়ঙ্কর এক দৈত্য!!
চারিদিকে শুনছি,
শুধু মৃত্যুর খবর।
এম্বুলেন্সের শব্দ
মারছ তুমি হাতে
মারছ তুমি ভাতে।
ছড়িয়ে দিয়েছ আতঙ্ক যেন,
আকাশ আর পাতালে।
কবে তুমি হবে ক্ষান্ত?
ক্ষুধার তাড়নায়,
মানুষ যখন চিবিয়ে খাবে তার গোস্ত?
তারপর? তারপর তুমি হবে ক্ষান্ত?
কোভিড নাইনটিন,
হাত জোড় করে বলছি
হও তুমি শান্ত
ছেড়ে চলে যাও
আমাদের এই
এই বিশ্বব্রহ্মাণ্ড।

রচনাকাল-০৪/০৭/২০২০ইং। রাত ১০.৪৪

Advertisement
উৎসAziza Rupa
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় দ্রুত বাড়ছে নদীর পানি, ভাঙ্গনের আশংকায় পারের মানুষ
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় কোটি টাকার বাসস্ট্যান্ড ব্যাবহার না করে মহাসড়ক দখলে যানজট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে