গুরুদাসপুরে অবৈধভাবে মজুদ করে রাখা তিনটি গোডাউনের ৫হাজার মন পাট জব্দ

0
400

স্টাফ রিপোর্টার নাটোরকন্ঠ : নাটোরে অবৈধভাবে মজুদ করে রাখা তিনটি গোডাউনের ৫হাজার মন পাট জব্দ করে জুট মিল মালিকদের কাছে বিক্রি করে দিয়েছে পাট অধিদপ্তর

নাটোরে অবৈধভাবে মজুদ করে রাখা তিনটি গোডাউনের ৫হাজার মন পাট জব্দ করে জুট মিল মালিকদের কাছে বিক্রি করে দিয়েছে পাট অধিদপ্তর।

সকালে পাট অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব হোসেন আলী খন্দকার নাটোরের নাজিরপুর বাজারে তিনটি গোডাউনে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ করে রাখা অন্তত ৫হাজার মন পাট জব্দ করেন। পরে ৬হাজার ১০০টাকা দরে  নাটোর জুট মিলস, আকিজ জুট মিলস এবং মালেক জুট মিলস এই তিনটি মিল মালিকদের কাছে জব্দকৃত পাটগুলো বিক্রি করা হয়। এসময় পাট অধিদপ্তর নাটোরের মুখ্য পরিদর্শক খন্দকার হাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি মিলগুলোতে কৃত্রিম পাট সংকট তৈরি হওয়ার কারনে অবৈধ পাট মজুদ ঠেকাতে মাঠে নামে পাঠ অধিদপ্তর। এরই অংশ হিসেবে নাটোরের নাজিরপুর বাজারের ভাই ভাই বাণিজ্যলয় তিনটি গোডাউনে অন্তত ৫ হাজার মন পাট ৪ মাস ধরে মজুদ করে রেখেছিল। পরে এসব পাঠ জব্দ দেখিয়ে জুট মিল মালিকদেও কাছে বিক্রি করে দেয় পাঠ অধিদপ্তর।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে মুখর পরিবেশে চলছে বিদ্যাদাত্রী দেবী সরস্বতি পূজা
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়া কলেজে শিক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্নসাৎ, একটা বছর নষ্ট হলো”মেধাবী বিথি’র”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে