গুরুদাসপুরে “নো মাস্ক নো সেল” সাইনবোর্ড না টাঙানোয় ১১ প্রতিষ্ঠানের জরিমানা

0
255

গুরুদাসপুরে “নো মাস্ক নো সেল” সাইনবোর্ড না টাঙানোয় ১১ প্রতিষ্ঠানের জরিমানা

গুরুদাসপুর, নাটোর কণ্ঠ:
নাটোরের গুরুদাসপুরে স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার চাচকৌড় বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার তমাল হসেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার তমাল হোসেন জানান, করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় পর্যায়ে এসে করোনা প্রাদুর্ভাব ঠেকাতে মাস্ক পরিধান না করা এবং দোকান গুলোতে “নো মাস্ক নো সেল” সাইনবোর্ড না টাঙানোর কারণে ১১ জনকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

এসময়ে জনসাধারণকে স্বাস্থ্য বিধি মানার জন্য মাস্ক পরিধান করার জন্য অনুরোধ জানানো হয়। উল্লেখ্য ৫ ডিসেম্বর শনিবার উপজেলার চাঁচকৈড় হাটে ব্যাপক জনসমাগম হয়। এই জনসমাগমে অধিকাংশ ব্যক্তি মাস্ক পরিধান না করেই হাট-বাজার করছে বলে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে