“চন্দ্রবোড়া থেকে সাবধান “- ফজলে রাব্বী
সারাদেশ জুড়ে ধান কাটার মৌসুম শুরু হয়েছে, সেইসাথে পদ্মার চরাঞ্চলের মানুষের আতংক চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার) সাপের আনাগোনা বেড়ে গেছে। এই সাপের মূল খাদ্য ইদুঁর তাই, চন্দ্রবোড়া সাপ ধানখেতের আইলে বা ভিতরে বিচরণ করে। গত সপ্তাহে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার চরে ধানখেতে কিটনাশক ছিটানোর সময় একজন কৃষক চন্দ্রবোড়ার দংশনের শিকার হয়। পরে ওঝা-কবিরাজের চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া গতবছর ধানকাটার মৌসুমে রাজশাহী চাপাই,ফরিদপুর,মাদারিপুর,মুন্সিগঞ্জসহ পদ্মার পাশের চরাঞ্চলে চন্দ্রবোড়ার দংশনে অনেক কৃষক মারা যায়।
উল্লেখ্য যে,২০১৫ সালে রাজশাহীর তানোর উপজেলায় চন্দ্রবোড়ার দংশনে তিনজন কৃষক মারা গেলে এলাকায় ধান কাটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তানোর এর ইউএনও স্থানীয় কৃষকদের চন্দ্রবোড়া সাপের দংশনঃ প্রতিকার ও চিকিৎসার বিষয়ক একটি প্রশিক্ষণের আয়োজন করেন। সেখানে আমি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলাম। প্রশিক্ষণের ফলে কৃষকরা অনুপ্রেরণা পেয়ে ধান কাটা শুরু করে। ধান কাটার সময়ে কৃষকরা যেন গামবুট বা জুতা ব্যবহার করে, সেই সাথে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরও কেউ যদি চন্দ্রবোড়াসহ কোন বিষধর সাপের দংশনের শিকার হলে ওঝা-কবিরাজ এর কাছে গিয়ে সময় নষ্ট না করে দ্রুত নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাবার অনুরোধ করছি। সেই সাথে জরুরি প্রয়োজন ও পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল- ০১৮৬১৯১৭৫৯১(হটলাইন)।