চির অক্ষয়
কবি বনশ্রী বড়ুয়া
আশ্চর্য!!
নগ্ন ইতিহাসের পাতা সাক্ষী,
আঠারোটি গুলি চালিয়েছিল সেদিন
মীরজাফরের দল,হায়েনা নৃশংস হাত!
কি আশ্চর্য!!
আঠারোটি গুলির
একটা গুলিও বুক আর মুখ স্পর্শ করেনি!
ইতিহাসের কলঙ্কিত অধ্যায় কি তবে জানতো
ওই বুকের আয়তন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল!!
একটি গুলি,
আঠারোটি গুলি,
কিংবা সহস্র কোটি গুলিতেও
এ বুক নিশ্চিহ্ন করা যাবে না!
ওই বুক জুড়ে একটা মানচিত্র আঁকা ছিল,
যার নাম বাংলাদেশ!
হৃদপিন্ডে ছিল লাল সবুজ আঁকা,
একটা গুলি – সহস্র গুলির কি স্পর্ধা
বঙ্গবন্ধুর নাম মুছে দেয়!
মুজিব কায়া রক্ত ভেসে গিয়েছিল,
বঙ্গবন্ধুর চেতনাকে রক্ত ভাসানো সম্ভব?
হিমালয়কে টলানো সম্ভব?
অনাদিকাল ধরে,
প্রজন্ম থেকে প্রজন্ম অবধি,
তিনি আছেন বাংলার প্রতিটি বালুকণায়,
বাঙালী জাতির প্রতিটি নিঃশ্বাসে,বিশ্বাসে।
শ্রী…
Advertisement