চোখ- কবি মোহাম্মদ সেলিমের কবিতা

0
568
www.natorekantho.com

চোখ- মোহাম্মদ সেলিম 

মনেহচ্ছে ডাঙায় পড়ে থাকা মৃত জলজ পোকা।
হৃদযন্ত্রে সঞ্চারিত উত্তাপ নেই,
থেমে গেছে মস্তিষ্কে নীলাভ আলোর বিকিরণ।

শুধু জ্বলে আছে চোখ তার।
গাঢ় আঁধারে আগুন!
মৃত কলকব্জা নিয়ে বেঁচে থাকে মানুষ?

পৃথিবীতে তৃষ্ণা অতল!
হয়তো তৃষ্ণার্ত চোখ মরে না কখনো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅকৃত্রিমরূপ – কবি আগমণী ধরের কবিতা
পরবর্তী নিবন্ধলেজার টেস্টের মাধ্যমে কয়ক সেকেন্ডে করোনা শনাক্ত সম্ভব!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে