জনদুর্ভোগ লাঘব করা হবে -ইউএনও

0
137

ফজলুর রহমান, লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুর ডিগ্রি কলেজ গেট সংলগ্ন কালভার্ট স্লাবের অর্ধেক অংশ ভেঙ্গে পরায় দুর্ভোগে পরেছে ওই এলাকায় চলাচলকারী সাধারণ জনতা। বিকল্প সড়ক না থাকায় ঝুকিপুর্ণ কালভার্ট দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে পথচারী ও বিভিন্ন যানবাহন।

রবিবার (২৭অক্টোবর) সকালে সরোজমিনে দেখা গেছে, লালপুর ডিগ্রী কলেজ সংলগ্ন কলেজ মোড়ের সামনের কালভার্টটির উপরের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় স্কুল ও কলেজগামী ছেলে মেয়েরা প্রতিনিয়ত ঝুকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করলেও যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

ক্ষতিগ্রস্থ কালভার্টটি দিয়ে ৫টি গ্রামের কৃষকদের উৎপাদিত ফসল আনা নেয়ার করা হয়। কালভার্টের স্লাব ভেঙ্গে পরায় বিপাকে পরেছেন ওই এলাকার সাধারণ জনতা। এছাড়াও লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়, গার্লস হাই স্কুল ও লালপুর ডিগ্রী কলেজ ও ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা এবং পৌরসভা যাতায়াতের একমাত্র রাস্তা এটি।

লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ফিরোজ হোসেন বলেন, “আমাদের কলেজ মাঠে অনেক পানি জমে আছে, এবং পার্শে একটি গ্রামে পানি জমা হয়ে আছে। এইসব পানি বেরোনোর একমাত্র রাস্তার কালভার্টটি-

ভাঙ্গা থাকায় যানবাহন চলাচল ও স্কুলগামী শিশুরা ঝুকি নিয়ে চলাচল করে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। আমি উপজেলা কর্মকর্তা মহোদয়কে অবগত করেছি শীঘ্রই ব্যবস্থা করার কথা বলেছেন।’’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, “কালভার্টের দুরাবস্থার বিষয়টি আমি অবগত আছি, আমরা ব্যবস্থা নিয়েছি দু-একদিনের মধ্যেই সংস্করণের কাজ অর্ন্তভুক্ত করে জনদুর্ভোগ লাঘব করা হবে।’’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধরিচিতো ধানসিড়ি -টি এম মিলজার হোসেন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোর জর্জ কোর্টে নব নিয়োগ প্রাপ্ত সরকারি কৌশুলীদেন দ্বায়িত্ব গ্রহন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে