জলছবি -কবি নন্দিনী সোমা মুৎসুদ্দী‘এর কবিতা

0
517
সোমা মুৎসুদ্দী

জলছবি

কবি নন্দিনী সোমা মুৎসুদ্দী

মনের আকাশে মেঘ,
এ-তো মেঘ নয়, আমার আবেগ।
অভিমানী মন,
খুঁজেছিলো সে উঠোন।
যে উঠোনে একদিন,
পড়েছিলো তার পা।
গাছ গুলো জবুথবু,
বৃষ্টিতে একাকার।
আমি ভাসি অভিমানে,
মন জুড়ে হাহাকার।
মেঘ মাঝে জল চাই,কাতরাই,
নদী পেয়ে ডুবে যাই।
বাঁচতে যে সাঁতরাই,
কেউ যেনো ডেকে বলে,
কোথাও তো কূল নাই , ঠাঁই নাই,
নাই ঠাঁই।

Advertisement
উৎসসোমা মুৎসুদ্দী
পূর্ববর্তী নিবন্ধসৃষ্টি সমাধান -কবি এইচ এম সালাহউদ্দিন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রী পলক এমপির পক্ষ হতে নৌকা বিতরন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে