জীবন অভিযানের গান
কবি রাজিব এক্কা রাজ
প্রেয়সি, এ ঠোঁটে ছিল না কভু গাঁজার ধোঁয়ার টান
এ জীবনে ছিল দুরন্ত জীবন অভিযানের গান
ছিল না দু’হাতে সিগারেটের স্পর্শ
ছিল না জীবনের প্রতি কোন অভিমান!
এ সমাজ জানত আমাকে ভাল
মদের চুমুকেই সেই আমি কলিজা করেছি কালো
এ পৃথিবী নিজের কাছে নরক মত লাগে
তোমার বাঁকা নয়নের হাসি যুবককে অশুদ্ধ বানাল।
সমাজে তোমাকে এখন অনেকেই চায়
আমার দিকে কু-দৃষ্টিতে তাঁকায়
তোমার রয়েছে বুক ভরা স্বপ্ন- আশা
যুবকটি ডুবছে এখন ধূ- ধূ ধোঁআশায়।
তুমি হয়ত বদলে গেছো
সুখের বাসরে,সুখেই আছো
আমি এখন অগনিত কোন সামাজিক পাপী
প্রেয়সি, তুমিই আমাকে মাতাল তৈরি করে গেছো।
Advertisement