জেলা প্রশাসনের সিংড়া বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও সহায়তা বিতরণ

0
287

জেলা প্রশাসনের সিংড়া বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও সহায়তা বিতরণ

নাটোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিংড়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম। পরিদর্শনকালে তিনি নিংগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী ২০ টি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলাউদ্দিন আলী, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, পিআইও সহ প্রমুখ। জেলা প্রশাসন নাটোর নিবিড়ভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বন্যার্ত মানুষের যে কোন প্রয়োজনে সর্বদা সচেষ্ট রয়েছে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় সরকারি জায়গা দখল করে আ’লীগের অফিস নির্মাণ
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরের গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে