ডেঙ্গু প্রতিরোধে বনপাড়া পৌরসভায় মশা নিধন ওষুধ স্প্রে

0
515

ডেঙ্গু প্রতিরোধে বনপাড়া পৌরসভায় মশা নিধন ওষুধ স্প্রে

নাহিদুল ইসলামঃমশার কামড়ে যাতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয় এজন্য নাটোরের বনপাড়া বাজারে মশার ওষুধ ও স্প্রে ব্যবহার করছে বনপাড়া পৌরসভা।

শনিবার (১৬মে) সকাল থেকে বনপাড়া বাজারের ড্রেন,মার্কেট,নর্দমা সহ বিভিন্ন জায়গায় ফগা মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়েছে। এছাড়া দুর্গন্ধ রোধে স্প্রেও দেওয়া হয়েছে।

বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন বলেন, আমাদের নিজস্ব ফগা মেশিন দিয়ে মশার ওষুধ দেওয়া হচ্ছে। এছাড়াও বনপাড়া পৌরসভার একটি টিম মশা রোধে কাজ করছে।

তিনি আরো বলেন, কেউ যাতে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত না হয়, এজন্য বনপাড়া পৌরসভার এই উদ্যোগ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর প্রশাসনের কাছে পত্রিকা সম্পাদকের খোলাচিঠি
পরবর্তী নিবন্ধসিংড়ায় ডিআইজি নাফিউলের পক্ষে ঈদ উপহার দিলেন ছাত্রনেতা রেন্টু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে