ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যার মূল আসামি স্বামী মোস্তাক ও শ্বশুর জাকির গ্রেপ্তার

0
404
Student

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার মূল আসামি স্বামী মোস্তাক হোসেন ও শ্বশুর জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, মোস্তাক হোসেনকে বগুড়ার নন্দীগ্রাম আর জাকির হোসেনকে রাজশাহীর বাঘা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে নাটোরে নিয়ে আসে পুলিশ। এর আগে সোমবার রাতে গ্রেপ্তার হন শ্বাশুরি ও ননদ।

সুমাইয়ার পরিবার জানায়, ইসলামিক  স্টাডিজ  বিভাগের স্নাতকোত্তরে পড়াশোনা করতেন সুমাইয়া। প্রস্তুতি নিচ্ছিলেন বিসিএস দেয়ার। এরই জেরে সোমবার সুমাইয়াকে মারধর করে হত্যা করে স্বামী মোস্তাক হোসেন। পরে তা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়।

এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামি করে মামলা করেন সুমাইয়ার মা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর শহরের চৌধুরীপাড়ায় মুক্তিযোদ্ধার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
পরবর্তী নিবন্ধভার্চুয়াল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার- পলক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে