তাদের একটা তীব্র হৃদয় ছিল -কবি আজাদুর রহমান‘এর কবিতা

0
289
আজাদুর রহমান

তাদের একটা তীব্র হৃদয় ছিল

কবি আজাদুর রহমান

চাদর গায়ে দিলেই মনে হয়
যুদ্ধে যাচ্ছি,
যেন এক বিপ্লবি, স্বাধীনতাকামী
কালো চাদরের নিচে সন্তানের মুখের মত
কালো থ্রি নট থ্রি, এ-কে ফরটি-সেভেন।
চাদর গায়ে দিলেই আমার মুখে
খোঁচা খোঁচা দাড়ি, উস্কো চুল
তীব্র স্বপ্নের ভিতর প্রতিশোধের ফিনকি
যেন কনভয় ভর্তি সৈন্যবন্ধু,
চে গুয়েভারার
পরাক্রমশালী ঠোটে জ্বলছে নির্ভিক চুরুট।
চাদর গায়ে দিলেই
মাতৃভুমি ঈশ্বরের মত ছায়া হয়ে যায়
বাতাসে মার্চের আগুন, একটাই নিশানা
এবারের সংগ্রাম,
আমাদের স্বাধীনতার সংগ্রাম
চাদর গায়ে দিলেই, একাত্তর,
অতন্দ্র প্রহরী।
টালমাতাল রক্তযমুনা-
একবিন্দু ছাড় নয়।

Advertisement
উৎসআজাদুর রহমান
পূর্ববর্তী নিবন্ধবাড়াবাড়ি সীমাহীন -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধব্যাকরণ -কাব্যকার নাজনীন নাহার‘এর অনুকাব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে