তাদের একটা তীব্র হৃদয় ছিল
কবি আজাদুর রহমান
চাদর গায়ে দিলেই মনে হয়
যুদ্ধে যাচ্ছি,
যেন এক বিপ্লবি, স্বাধীনতাকামী
কালো চাদরের নিচে সন্তানের মুখের মত
কালো থ্রি নট থ্রি, এ-কে ফরটি-সেভেন।
চাদর গায়ে দিলেই আমার মুখে
খোঁচা খোঁচা দাড়ি, উস্কো চুল
তীব্র স্বপ্নের ভিতর প্রতিশোধের ফিনকি
যেন কনভয় ভর্তি সৈন্যবন্ধু,
চে গুয়েভারার
পরাক্রমশালী ঠোটে জ্বলছে নির্ভিক চুরুট।
চাদর গায়ে দিলেই
মাতৃভুমি ঈশ্বরের মত ছায়া হয়ে যায়
বাতাসে মার্চের আগুন, একটাই নিশানা
এবারের সংগ্রাম,
আমাদের স্বাধীনতার সংগ্রাম
চাদর গায়ে দিলেই, একাত্তর,
অতন্দ্র প্রহরী।
টালমাতাল রক্তযমুনা-
একবিন্দু ছাড় নয়।
Advertisement