দারুণ দূঃসময়ে বেঁচে থাকা -কবি গোলাম কবির‘এর কবিতা

0
306
Golam Kabir

দারুণ দূঃসময়ে বেঁচে থাকা

কবি গোলাম কবির

এই তো, কী সুন্দর বেঁচে আছি!
অন্ধকারের পালক খসিয়ে
রাত্রিদিন, কলমের ডগায়
রেখে ক্ষুরধার সূঁই,
গেঁথে রাখি এই দারুণ দূঃসময়ের
দীর্ঘ দিনলিপি হৃদয়ের ক্যানভাসে!
এখানে জমে থাকা প্রগাঢ় মেঘ
সরিয়ে সরিয়ে উড়ে চলি
ইচ্ছে ডানায় ভেসে ভেসে
ভালবাসার অবারিত নীল আসমানে।
কখনো আবার কেঁদেই ভাসাই
বুকের সবুজ জমিন,
সভ্যতার পালক গুলো
একেএকে সব খসে পড়ছে দেখে
ভয়ার্ত আর্তনাদে ম্রিয়মাণ হয়ে থাকি!

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধনাটোরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
পরবর্তী নিবন্ধনিঃশব্দ শিশির -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে