দেশীয় মাছ রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে-ডাঃসিদ্দিকুর রহমান পাটোয়ারী

0
452
Boraigram

নাটোরকন্ঠ: নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের পক্ষ থেকে দেশীয় জাতের মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর পুকুরে দেশীয় জাতের বিভিন্ন ধরনের মাছের পোনা অবমুক্ত করা হয়। দেশীয় মাছের পোনা অবমুক্তকরন কালে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বলেন-আমিষের চাহিদা পুরনে আমাদের মাছ চাষ করতে হবে।আগের দিনে খাল বিলে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। এখন সেই মাছগুলো বিলুপ্তপ্রায়। তাই দেশীয় মাছ রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোবাশ্বের আলী,বনপাড়া পৌরসভার ০৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম হেলাল,জোয়াড়ী ইউপি সদস্য ফেরদৌস উল আলম, শরীফুন্নেছা শিরীন,সোনাভান বেগম প্রমূখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআজো নাটোর পৌরসভার ১, ৪ ও ৭ নং ওয়ার্ডের খাদ্য সহায়তা বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরে স্বাস্থ্যবিধির বালাই নেই নিউজ প্রচারের পর কঠোর অভিযানে প্রশাসন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে