ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে বাগাতিপাড়ায় বকুল স্মৃতি থিয়েটারের অবস্থান কর্মসূচী

0
230

ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে বাগাতিপাড়ায় বকুল স্মৃতি থিয়েটারের অবস্থান কর্মসূচী

বাগাতিপাড়া (নাটোর) প্রতনিধি : বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশব্যাপি নারী ধর্ষন ও নির্যাতনকারীদের শাস্তির দাবীতে নাটোরের বাগাতিপাড়ায় গণ সংগীতের মাধ্যমে প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্প্রতিবার বিকেলে উপজেলার বিহারকোল বাজারে সাংস্কৃতিক সংগঠন বকুল স্মৃতি থিয়েটারের আয়োজনে এই প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মসগুল হোসেন ইতির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী,বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মোহাম্মদ মাহবুব হোসেন,নিজেরাকরি সংগঠনের অঞ্চল সমন্বয়ক তপন কুমার, নূরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফরোজ্জামান নিপুন প্রমূখ। এছাড়া গণ সংগীত পরিবেশন করেন সৈয়দ মাসুম রেজা ও কবিতা আবৃত্তি করেন মশিউর রহমান মাসুম।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসুতি দিয়ে মৎস্য নিধন, আ’লীগ নেতা গ্রেফতার
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আওয়ামীলীগ নেতা আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে