নলডাঙ্গায় করোনা রোগীর বাড়িতে “জয় পরিষদের উপহার”
নাটোরের নলডাঙ্গা উপজেলায় কোভিড-১৯ রোগী হিসাবে শনাক্ত হয়েছেন গতসোমবার আরো এক জন। আক্রান্ত ব্যক্তি হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের।
২৯ আগষ্ট শনিবার বেলা ১২ টার দিকে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে উপহার সামগ্রী নিয়ে যান,জয় পরিষদের নলডাঙ্গার উপজেলার একটি টিম। উপহার সামগ্রী যার মধ্যে ছিল,চাল,ডাল,আলু,পেঁয়াজ,তেল,সাবান।
সেগুলো করোনা আক্রান্ত রোগীর পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা জয় পরিষদের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি,কাতিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ ফ ম সামসুজ্জামান সেন্টু,যুবলীগ কর্মী শাহিনুর রহমান,আমজাদ হোসেনসহ প্রমূখ।
মোস্তাফিজুর রহমান রকি বলেন,সাধারন মানুষের পাশে থাকতে পেরে,আমরা নিজেদের ধন্য মনে করছি,জয় পরিষদ বন্যায় ক্ষতিগ্রস্থ, অসহায়,করোনাকালীন সময়ে দরিদ্রদের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে,ভবিষ্যতেও আমাদের এই কার্যকম অব্যহৃত থাকবে।
উল্লেখ্য,গতসোমবার বিকালে করোনা রোগীর বাড়ি লকডাউন করেন উপজেলা প্রশাসন। লকডাউনের কারণে বাড়িতে অবস্থারত কেউই বাইরে যেতে পারছেন না। করোনা আক্রান্ত রোগীর বাড়িতে যান নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন। তিনি করোনা রোগীদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেন।