নলডাঙ্গায় মাছ শিকারের অবৈধ বাঁধ অপসারণ

0
304

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় সেতুর নিচের পানি প্রবাহ বাঁধ দিয়ে বন্ধ করে অবৈধভাবে মাছ শিকার করছিল প্রভাবশালীরা।এতে গত কয়েক দিনের বৃষ্টির পানি জমে আমন ধানসহ ফসলি জমিতে স্থায়ী জলাবন্ধতার সৃষ্টি হয়। এর প্রতিকার চেয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত আভিযোগ করেন স্থানীয় কৃষকরা।রোববার বিকালে অভিযোগ পেয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে অবৈধ বাঁশের বাঁধ ও জাল অপসারণ করে উন্মুক্ত করে দেন।
স্থানীয় কৃষক মোজাম্মেল ও শাহিন আলম জানান,গত কয়েকদিনের প্রবল বর্ষণে সেনভাগ পশ্চিমপাড়া মাঠে আমার দুই বিঘা আমন ধান তলিয়ে যাচ্ছে।এই সেতুর নিচে পানি প্রবাহ বন্ধ করে নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান তানভীরের নেতৃত্বে মোশারফ বাঁশের গানা ও সুতি জাল মাছ শিকার করছিল।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান,সেনভাগের পশ্চিমপাড়া সেতুর নিচে পানি প্রবাহ বন্ধ করে বাঁশের বাঁধ দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করায় এই এলাকার শত শত বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে আজ অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় আত্রাই নদীর ব্রিজে ৩ দিন ধরে আটকে আছে ট্রলার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
পরবর্তী নিবন্ধএবার দেখা মিলল মানুষের মতো এক বিরল প্রাণীর!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে