নলডাঙ্গায় রাজনৈতিক দলের কমিটিতে এক তৃতীয়াংশ নারীকে সম্পৃক্ত করার দাবীতে মানববন্ধন

0
339

নাটোরকন্ঠ নলডাঙ্গা :
রাজনৈতিক দলের কমিটিতে এক তৃতীয়াংশ নারীকে সম্পৃক্ত করার দাবীতে নাটোরের নলডাঙ্গায় নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।বৃস্পতিবার সকালে উপজেলা নারী উন্নয়ন অপরাজিতা নারী নেটওয়ার্কের উদ্দ্যেগে উন্নয়ন সংস্থা খান ফাউন্ডেশনের সহযোগিতা গনপতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কর্মসূচিতে বক্তব্য রাখেন,অপরাজিতা নেত্রী ইউপি সদস্য মমেনা বেগম,রোজিনা কবরি,বানেরা বেগমসহ ৫ ইউনিয়নের নির্বাচিত নারী সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন,গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি সহ সকল কমিটিতে ৩৩% নারীর অন্তভূক্তির কথা বলা হলেও ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০’ নামে নতুন আইন পাশ হয় তা আগামী ২০২৫ সাল পযন্ত বর্ধিত করার দাবী করা হয়। আমাদের দাবি রাজনৈতিক দলের মূল কমিটিতে এক তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত করণের সময় সীমা বেঁধে দেওয়া জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলের সকল কমিটিতে নারীর অংশগ্রহণ এবং অগ্রগতি কতটুকু হলো তা নির্বাচন কমিশন থেকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা।পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন,খান ফাউন্ডেশনের প্রকল্প অফিসার কারিমা খাতুন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় ট্রাফিক সপ্তাহ শুভ উদ্বোধন
পরবর্তী নিবন্ধনাটোর সদর, সিংড়া ও নলডাঙ্গা উপজেলার নারী উন্নয়ন ফরামের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে