সন্দীপ কুমার, গুরুদাসপুর,নাটোরকন্ঠ:
নাটোরের গুরুদাসপুর নাজিরপুর ইউনিয়নের লিচুর বাজারজাতকরণ নিয়ে নাটোরের পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লিচুর নিরাপদ উৎপাদন,আহরণ ও বাজারজাতকরণ এর উদ্দেশ্যে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের কানু মোল্লার বটতলা ১২ মে মঙ্গলবার সকাল ১১ টার দিকে ওই মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কাঁচামালের আড়ত থেকে দেশের বিভিন্ন স্থানে লিচুর নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে লিচু চাষীদের সুবিদার কথা মাথায় রেখে সকল প্রকার আলোচনা করেন নটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ সংশ্লিষ্টরা ।
বক্তারা বলেন, শুধু মাত্র নাটোরের গুরুদাসপুরেই দেড় শতাধিক লিচু বাগান রয়েছে। ৪শত ১০ হেক্টর জমিতে লিচুর বাম্পার ফলন হলেও দাম এবং বাজারজাতকরণ নিয়ে চিন্তিত ছিলেন বাগান মালিকরা। এসবের সমাধান কল্পে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।তারা লিচু চাষীসহ সকল বাগান মালিকদের সকল প্রকার সাহায্যের প্রতিশ্রিুতি দেন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা,বিপিএম (বার) নাটোর জেলা ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারীপুলিশকমিশনার,সার্কেল(সিংড়া)নাটোর, গুরুদাসপুর থানার অফিসার ইন্চার্জ.(ওসি)মোজাহারুল ইসলামসহ উপস্থিত ছিলেন আড়তদার সমিতির সভাপতি মো. সাকাওয়াত হোসেন মোল্লা সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ এলাকার লিচু বাগান মালিকরা ।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ শরিফুল ইসলাম (শরিফ) সাবেক ছাত্রলীগনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।